আজ ১৫ ফেব্রুয়ারি শুক্রবার টঙ্গীর ইজতেমা মাঠে মোট ১৩টি বয়ান হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪টি আম বয়ান ও ৯টি খাস বয়ান হবে। তাবলিগ জামাতের সারা বিশ্বের শীর্ষ মুরব্বি ও আলেমরা এসব বয়ান করবেন।
৪টি আম বয়ানের সময় এবং আলোচকের নাম :
ক. ফজর বাদ বয়ান- মাওলানা জিয়াউল হক। রায়বেনড মারকাজ, পাকিস্তান। বয়ান অনুবাদ করবেন মাওলানা নুর রহমান।
খ. জুমার নামাজের পর আরবি বয়ান – মাওলানা গাসসান, বিশ্ব শুরা সৌদি মদিনা মনোয়ারা। সৌদি আরব। তবে জুমার খুতবা ও নামাজের ইমামতি করবেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের।
গ. আসর বাদ সুন্নতি বিয়ের বয়ান করবেন মাওলানা জুহায়রুল হাসান, ভারত। তাবলিগ জামাতের আলমি শুরার সদস্য।
ঘ. মাগরিব বাদ বয়ান করবেন তাবলিগ জামাতের প্রবীণ আলেম মাওলানা ইব্রাহিম দেওলা। তাবলিগ জামাতের আলমি শুরার সদস্য। অনুবাদ করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের।
৯টি খাস বয়ান ও তার আলোচকগণ
বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উদ্দেশে আজ জুমার নামাজের পূর্বে ইজতেমা মাঠের বিভিন্ন পয়েন্ট খাস বয়ানগুলো অনুষ্ঠিত হয়েছে। বয়ানগুলো করেন,
১. আলেমদের জন্য বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
২. মাদ্রাসা ছাত্রদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালুরের মাওলানা আকবর শরিফ।
৩. কলেজ ও ভাসিটির শিক্ষার্থীদের জন্য বয়ান করেন ভারতের আলীগড়ের ড. সানাউল্লাহ।
৪. ইংরেজি ভাষাভাষীদের উদ্দেশে বয়ান করেন ভারতের তামিলনাড়ুর প্রফেসর আবদুর রহমান।
৫. থাইল্যান্ড, মালয়েশিয়া ও দক্ষিন এশিয়ার মেহমানদের জন্য বয়ান পাকিস্তান রায়বেন্ডের মুরব্বি ভাই ইয়ামেন।
৬. বিশেষ অতিথি ও বিদেশি মেহমানদের উদ্দেশে বয়ান ভারতের বেঙ্গালুরের হাজি ফারুক।
৭. আরব দেশের মেহমানদের জন্য বয়ান করেন মাওলানা আহামাদ লাট।
৮. উর্দু ভাষার মেহমানদের জন্য বয়ান করেন ভারতের আলীগড়ের ড. খালিদ সিদ্দিক।
৯. ফিলিপাইন ও অনন্য বিদেশি মেহমানদের জন্য বয়ান করেন সৌদি আরবের শুরা সদস্য মাওলানা ফাজিল।